নিজস্ব সংবাদদাতা, রঘুনাথগঞ্জ: রঘুনাথ গঞ্জ নিস্তা লিচু বাগানের পাশে পুকুর পাড়ে উদ্ধার হল এক কিশোরের দেহ। মৃত কিশোর দীপঙ্কর মন্ডলের বাড়ি সাগরদিঘী থানার কান্তনগর এলাকায়। চারদিন ধরে নিখোঁজ ছিল ওই কিশোর। বুধবার সকালে উদ্ধার হয় রক্তাক্ত দেহ। মাধ্যমিক পরীক্ষার্থী ওই কিশোরর দেহ উদ্ধারে ছড়িয়েছে চাঞ্চল্য। খুন নিয়ে তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
রঘুনাথগঞ্জে পুকুরের পাশে মাধ্যমিক পরীক্ষার্থীর রক্তাক্ত দেহ!
Published By: Madhyabanga News |
Published On:
