রঘুনাথগঞ্জে ঠাকুর এল কলকাতার কুমোরটুলি থেকে!

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ প্রথমবারের পুজোতেই কুমোরটুলি থেকে প্রতিমা এলো রঘুনাথগঞ্জে। এবার প্রথম দুর্গা পুজোর আয়োজন করেছে রঘুনাথগঞ্জের ফাঁসিতলা বীবেকানন্দ ক্লাবের সদস্যরা। সেই পুজোতেই কুমারটুলি থেকে প্রতিমা এনে সবাইকে চমকে দিয়েছেন ক্লাবের সদস্যরা । এবার এই পুজো কমিটির প্রতিমা ইতিমধ্যেই মণ্ডপে চলে এসেছে। কুমোরটুলির শিল্পী কাঞ্চি পালের হাতে ছোঁয়ায় প্রায় ২২ ফুটের দুর্গা প্রতিমা চলে এসেছে কলকাতা থেকে প্রায় আড়াই শো কিলোমিটার দূরে। এই প্রথম মুর্শিদাবাদে আসতে পেরে খুশি মৃৎ শিল্পীও। বিগত ১৮ বছর ধরে প্রতিমা শিল্পীর কাজ করে চলেছেন কাঞ্চি পাল । তবে এই প্রথম তাঁর মুর্শিদাবাদে আসা নিজের শিল্পকর্ম নিয়ে । সত্যজিৎ রায় এর জন্ম শতবর্ষ তে বাঙালিয়ানা কে তুলে ধরা হবে পুজো মণ্ডপে। প্রথমবারেই কুমারটুলির প্রতিমা দিয়ে চমক দিতে তৈরি হয়েছেন ক্লাবের সদস্যরা।