রঘুনাথগঞ্জে জল ঢুকল BSF ক্যাম্পেও

Published By: Madhyabanga News | Published On:

পদ্মার জল ঢুকছে মুর্শিদাবাদের একাধিক গ্রামে।  রঘুনাথগঞ্জে জল ঢুকল বিএসএফ ক্যাম্পেও।  ক্যাম্প ছেড়ে স্কুলে আশ্রয় নিলেন বি এস এফ কর্মীরা। দুর্বিষহ অবস্থায় মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের ফিরোজপুর চর সহ পদ্মা তীরবর্তী বিস্তীর্ণ অঞ্চল। বাহুরা 78 নম্বর বিএসএফ বিওপি ক্যাম্প জলমগ্ন হয়েছে।  বন্যা নিয়ে আতঙ্কে রয়েছে গ্রামের মানুষ।

নদীতে জলস্তর বেড়েছে। ইতিমধ্যেই ফরাক্কা ব্যারেজ ১০৯ টি লকগেট খুলেছে। জল ঢুকেছে পদ্মা তীরবর্তী বিভিন্ন গ্রামে। গত কয়েক দিন ধরেই জলে ভেসেছে এই ব্লকের একাধিক গ্রাম। ঘর বাড়ি জলের তলায়। পরিবার পরিজন নিয়ে অসহায় অবস্থায় দিন কাটছে প্লাবিত এলাকার বাসিন্দাদের। জরুরি সময়ে গ্রামবাসীদের ভরসা এখন নৌকা। রাস্তায় জল, বাড়িতেও জমছে জল।

জেলা প্রশাসনের কর্তাদের আশ্বাস, নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা।