রঘুনাথগঞ্জের এই পুজোয় করোনাই যেন অসুর ! কোভিড যোদ্ধা থেকে লক ডাউনে কাজ হারানো মানুষ- মণ্ডপের সজ্জায় অন্য ভাবনা

Published By: Madhyabanga News | Published On:

রঘুনাথগঞ্জের চৈতক অ্যাথলেটিক ক্লাবের পুজোয় করোনাই  যেন অসুর। আর উদ্যোক্তাদের আশা, অসুর সংহার করবেন দেবী। উদ্যোক্তারা জানাচ্ছেন,  এবছর তারা অসুরকে করণা রূপে বর্ণনা করেছেন রূপে বর্ণনা করেছেন | এবছরের থিম পুনরুত্থান | মা দুর্গা অসুর সংহারকারী | আশা,  মা দুর্গা অসুরের মতোই করোনাকে বধ করে, তাদের জীবন ও পরিস্থিতির নতুন পথ দেখাবেন |

এবছর 34 তম বর্ষে পদার্পণ করল এই পুজো।  এবছরের থিম ছিল কোভিড সচেতনতা মূলক বার্তা ও লকডাউনে মানুষের কর্মহীন জীবনের জীবনযাত্রা | মণ্ডপ শয্যা নির্মাণ করেছেন গোবু আর্ট | সম্পূর্ণ মন্ডপে থার্মোকলের কাজের মাধ্যমে করোনা পরিস্থিতিতে কীভাবে সাবধান থাকা যায় ও লকডাউনে জনজীবন কতটা কর্মহীন হয়ে পড়েছিল তার বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে |

করোনা  পরিস্থিতিতে মাস্ক ব্যবহার ও টিকা গ্রহণ কতটা জরুরি সেই চিত্রও তুলে ধরা হয়েছে | প্রত্যেক বছরই চৈতক অ্যাথলেটিক ক্লাব রঘুনাথগঞ্জ দুর্গাপুজোয় বিভিন্ন নতুন ভাবনা, নতুন প্রচেষ্টা করে থাকে |

প্রতিমা নির্মাণ করেছেন সন্দীপ দাস |  এখানকার ঢাকের মধ্যেও একটা বিশেষত্ব দেখা যায় | থাকি নিমাই রবি দাস জানান, তিনি এই পুজোর সাথে প্রায় 17 বছর ধরে যুক্ত| ছোটবেলায় তিনি তার বাবার সাথে আসতেন| তিনি আরো জানান প্রত্যেকবারের মতো পুজোতে জাঁকজমক নেই তবুও করোনা মহামারীর কথা মাথায় রেখে যতটা সম্ভব অল্পের মধ্যে আয়োজন সম্ভব উদ্যোক্তারা করেছেন | মণ্ডপে মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না | কড়া বিধিনিষেধের মধ্য দিয়েই দর্শনার্থীরা প্রতিমা দর্শন করছেন|