শুভরাজ সরকার, নবগ্রামঃ যোগাযোগ করে নি ইডি, সিবিআই। নবগ্রামের বাড়িতে বসে দাবি করলেন নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই চন্দ্র মন্ডল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি মামলায় ‘কালেকশন এজেন্ট’ হিসেবে কানাই মণ্ডলের নাম পাওয়া গিয়েছে । যদিও এই তথ্য ‘অসত্য’ বলে দাবি করলেন নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই মন্ডল । কানাই মন্ডলের দাবি, কোন দুর্নীতির সাথে যুক্ত নন তিনি। তবে কানাই মন্ডল জানান, অনেকেই চিকিৎসা থেকে বিভিন্ন কাজের জন্য সুপারিশের জন্য আসেন। তবে নিয়োগ দুর্নীতির সাথে এর কোন সম্পর্ক নেই। তবে কানাই মণ্ডলের আরও দাবি, তার নাম করে অনেকে টাকা তুলছেন। মিথ্যা কথা বলে টাকা তুলেছেলন । সেই রকম ক্ষেত্রে জানতে পেরে কঠোর ব্যবস্থা নিয়েছেন নবগ্রামের তৃণমূল নেতারা।
কানাই মন্ডলের অভিযোগ, তৃণমূল নেতাদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে। ইডি, সিবিআই’এর ভয় দেখিয়ে বেকায়দায় ফেলার চেষ্টা হচ্ছে। এদিন নিয়োগ দুর্নীতি নিয়ে বর্তমানের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন কানাই চন্দ্র মন্ডল। কানাই মন্ডলের দাবি, তিনি তৃণমূলে আসার পর চাকরি দেওয়ার জন্য ৫ জনের নাম চেয়েছিলেন শুভেন্দু অধিকারী । যাদের নাম দেওয়া হয়েছিল তাদের চাকরি হয় নি বলে দাবি করেন কানাই মন্ডল। বিধায়কের দাবি, মেয়ের চাকরির জন্যও শুভেন্দু অধিকারীকে বলেছিলেন। শুভেন্দু অধিকারীর কাছে কাগজ জমা দিয়েছিলেন । তবে চাকরি হয় নি মেয়ের। কানাই মন্ডল দাবি করেছেন , ইডি সিবিআই তদন্ত করতে এলে সহযোগিতা করা হবে। এখনও কেউ যোগাযোগ করে নি। বিভ্রান্তিকর খবর ছড়ানো হচ্ছে।