যেখানে শিক্ষক ঘাটতি আছে সেখানে আগে নিয়োগ হবে বলে আশ্বাস জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের

Published By: Madhyabanga News | Published On:

Madhyabanga News : মুর্শিদাবাদ জেলায় বেশ কিছু স্কুলে শিক্ষক ঘাটতি রয়েছে। নির্দিষ্ট মানে শিক্ষক ছাত্র অনুপাতে নেই। তাছাড়াও একাধিক স্কুলে এমন অবস্থা যে , শিক্ষকের অভাবে স্কুল চালানো দায়। যার কারণে পড়াশুনা ব্যাহত হচ্ছে বলে সম্প্রতি কয়েকটি স্কুলের ঘটনা সামনে এসেছে। এমনকি যাতে পড়ুয়া বিক্ষোভ পর্যন্তও হয়েছে্ । ঘাটতির কথা স্বীকার করে নিয়ে নিয়োগ হলে সেই সমস্যা মিটে যাবে বলে এবার আশ্বাস দিলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ও বিধায়ক আশিস মার্জিত। সেক্ষেত্রে নিয়োগে অগ্রাধিকার পাবে সেই সব স্কুল। সোমবার বহরমপুর রবীন্দ্রসদনে শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘উৎসশ্রী’। এর মাধ্যমে বদলি করিয়ে শিক্ষকরা নিজেরা নিশ্চয় বাড়ির কাছাকাছি আসার চেষ্টা করছেন। তবে নতুন নিয়োগ হবে ঘোষণা হয়েছে। এক্ষেত্রে যা শূন্যপদ বের হচ্ছে, নিশ্চিত থাকুন সেই সময় শূন্যপদগুলি অবশ্যই পূরণ করা হবে।তাতে ভারসাম্য ঠিক থাকবে।প্রাথমিক স্কুলগুলির বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষার অন্যতম এই শীর্ষ কর্তা বলেন, প্রাথমিক ক্ষেত্রে একজন বা দু’জন শিক্ষক কম রয়েছে এমন খুব কম স্কুল আছে। এবার মেডিক্যাল গ্রাউণ্ডে আবেদন করলে তাঁকে বদলি দিতেই হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে আটকানোও হচ্ছে। চেষ্টা করছি ভারসাম্য রাখার । কোনও কোনও ক্ষেত্রে ঘাটতি রয়েছে। আগে সেখানে নিয়োগ হবে। পরবর্তীতে অন্য কিছু।