মাসুদ আলি : সামসেরগঞ্জ ২৪ শে জুন – মোবাইল ফোনে ডেকে আমবাগানে নিয়ে গিয়ে এক যুবতীকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠল সামসেরগঞ্জে। সোমবার সাকালে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হলো সামসেরগঞ্জ থানার নতুন জ্বালাদিপুর আমবাগানে। মৃত যুবতীর নাম জুলেখা খাতুন । তার বয়স কুড়ি বছর। তার বাড়ি সামসেরগঞ্জ থানার ইসবপুর। যদিও বছরখানেক ধরে সে জ্বালাদিপুরে মামার বাড়িতে থাকতো ।
পরিবার সূত্রে জানা যায়, রাত দশটা নাগাদ ঘটি নিয়ে আমবাগানে শৌচকর্ম করতে যাবে বলে বাড়ি থেকে বেড়িয়ে গিয়েছিলেন। তার পর আর বাড়ি ফেরেন নি এ যুবতী । সকালে আমবাগান এর ভিতর এ দেহ পরে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ছুটে আসে সামসেরগঞ্জ থানার পুলিশ। গলা কাটা দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ।তার কাছ থেকে একটি মোবাইল ফোনও উদ্ধার হয়। পরিবার ও স্থানীয়দের দাবি তাকে ধর্ষণ করে খুন করেছে। কেন এই নৃশংস খুন তদন্ত শুরু করেছে পুলিস।