মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ মুর্শিদাবাদে ভাড়া নিয়ে এসে আর ফেরা হল না পশ্চিম মেদিনীপুরের যুবক অভিজিৎ সাতরার। সুতিতে নয়ানজুলিতে গাড়ি উল্টে মৃত্যু হল ওই গাড়ি চালকের। পুলিশ সুত্রে জানা গিয়েছে শনিবার সকালে পশ্চিম মেদিনীপুর থেকে সুতিতে ভাড়া নিয়ে আসেন গাড়ি চালক অভিজিৎ সাতরা। সুতিতে যাত্রীদের নামিয়ে ফেরার পথে আহিরনের কাছে নিয়ন্ত্রন হারিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে নয়ানজুলিতে উল্টে যায় চারচাকার গাড়িটি । গুরুতর জখম অবস্থায় স্থানীয়দের চেষ্টায় গাড়ি থেকে চালক অভিজিৎ সাতরাকে উদ্ধার করে জঙ্গীপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষন পর সেখানেই মৃত্যু হয় বছর তিরিশের ওই যুবকের ।
যখন উদ্ধার করা হল তখনও যুবকের দেহে ছিল প্রাণ, আহিরণে উল্টে গিয়েছিল গাড়ি
Published on: July 9, 2022










