এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

মোহভঙ্গ, যোগাযোগ করছেন তৃণমূল কর্মীরাঃ অধীর Adhir: Congress

Published on: July 9, 2022

রিয়া সেনঃ পুরোনো জায়গায় ফিরে আসবে মুর্শিদাবাদ জেলার কংগ্রেস। জেলাজুড়ে মোহভঙ্গ ঘটছে তৃণমূল কংগ্রেস কর্মীদের। বিভিন্ন ব্লক থেকে তৃণমূল কর্মীরা তৃণমূল দলের প্রতি মোহভঙ্গ হয়ে, বীতশ্রদ্ধা হয়ে যোগাযোগ করছে কংগ্রেসের সাথে। অনেকে সরাসরি যোগ দিচ্ছেন, অনেকে সময় নিচ্ছেন। বহরমপুরে এই দাবিই জানালেন বহরমপুরের সাংসদ, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী Adhir Ranjan Chowdhury । মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের দাবি, রানীনগরের টেকারায়পুর অঞ্চলের দক্ষিণ গোপালপুর গ্রাম থেকে ৩০ জন তৃণমূল কর্মী যোগ দিয়েছেন কংগ্রেস। শনিবার বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে বহরমপুরের সাংসদ প্রদেশ কংগ্রেস সভাপতির হাত ধরে কংগ্রেসের দলীয় পতাকা ধরলেন যোগদানকারীরা ।
যদিও এই যোগদানকে পাত্তা দেন নি রাণীনগরের বিধায়ক MLA Raninagar সৌমিক হোসেন Soumik Hossain । তিনি বলেন, অত্যন্ত হাস্যকর বিষয়। তৃণমূলের কেউই কংগ্রেসে যোগ দেয় নি। কংগ্রেসের পায়ের তলায় মাটি হারিয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now