মোবাইল না পেয়ে আত্মহত্যা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর

Published By: Madhyabanga News | Published On:

লক ডাউনে ব্যবসায় মন্দা, ফলে মোবাইলের আব্দার মেটাতে পারেন নি বাবা। আর আব্দার না মেটায় অভিমানে বিষ খেয়ে আত্মহত্যা উচ্চ মাধ্যমিক
পরীক্ষার্থীর। মুর্শিদাবাদের ফরাক্কার অর্জুনপুর গ্রামের মানিকতলার ঘটনা। পরিবার সূত্রে জানা যায়, লকডাউনের পর থেকে বাবার কাছে মোবাইল কিনে
দেওয়ার বায়না করে ওই কিশোর। কিছুদিন পর পরিস্থিতি স্বাভাবিক হলে মোবাইল কিনে দেওয়ার আশ্বাসও দেন বাবা। এর মধ্যেই বুধবার রাতে
খাবার খাওয়া নিয়ে মায়ের সঙ্গে মনোমালিন্য হয় কিশোরের। পরিবারের লোকজন রাতে ঘটনার আঁচ পেতেই জঙ্গিপুর মহকুমা হাসপাতাল নিয়ে যান
কিশোরকে। তবে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মোবাইল ফোন ই কাল হল বলে মনে করছে পরিবার। মোবাইলের জন্য ছেলেকে হারিয়ে অসহায়
বাবার চোখে জল থামছে না। মৃতদেহ নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য।