মোবাইল গেমে মানা, ফারাক্কায় আত্মঘাতী কিশোর; বাড়ছে বিপদ ?

Published By: Madhyabanga News | Published On:

মোবাইলে গেম খেলায় বাড়ির নিষেধে  অভিমানে আত্মহত্যা কিশোরের । ফরাক্কার সাহেবনগর এলাকার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় সোমবার । জানা যায়, বাড়িতে রয়েছে দুই ভাই, বাবা মা। অবসর সময়ে মোবাইলে গেম খেলা ছিল নেশা ঐ কিশোরের। সোমবার, সেই সাধের মোবাইল নিয়ে মা বকাবকি করায় ঘরের ভেতর গলায় ফাঁস দেয় সে। এমনটাই দাবি পরিবারের। খবর পেয়ে ফরাক্কা থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। কিশোরের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার।

 

এই ঘটনায় প্রশ্ন উঠছে গেম আসক্তি নিয়ে। হাতে হাতে  স্মার্ট ফোন, গেমে আসক্ত হয়ে পড়ছে কিশোর মন। জীবনের থেকে দামী হয়ে উঠছে খেলা। বাড়ছে পরিবারের সাথে দূরত্ব। এই সমস্যাকে বিপদ হিসেবেই চিহ্নিত করছেন মনোবিদরা।