মেয়েদের লড়াইয়ে হাতিয়ার ক্যামেরা World Photography Day

Published By: Madhyabanga News | Published On:

আজ ফটোগ্রাফি দিবস | 19th আগস্ট পালিত হয় ওয়াল্ড ফটোগ্রফি ডে | এক কালে এই শিল্পে পুরুষদের একাধিপত্য থাকলেও ছবির দুনিয়ায় পে ফেলে সাফল্য পেয়েছেন বহু মহিলা ফটোগ্রাফার।  ভারতবর্ষের বাইরে প্রচুর মহিলা ফটোগ্রাফার এর কথা আমরা বিভিন্ন পত্র-পত্রিকা এবং সোশ্যাল মিডিয়ায় জানতে পারি | বিদেশি ফটোগ্রাফারদের মধ্যে যার নাম প্রথম আসে তিনি হলেন হোমাই ভ্যারাওয়ালা (1913-2012)| ঐতিহাসিক ছবিগুলি যেগুলো দেখতে পাওয়া যায় তার মধ্যে হোমাই এর তোলাই বহু ছবি |

এর সাথে সাথে আরও একজনের নাম আসে ইনি হলেন ঐশ্বরিয়া শ্রীধর | 2020 তে প্রথম ভারতীয় মহিলা হিসেবে ‘ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার’ সম্মান পান |তিনি এই ছবি তুলেছিলেন Canon’s premium DSLRs – EOS-1DX Mark I২০২০ সালে লন্ডন ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম প্রকাশিত ‘ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার’ হিসেবে নির্বাচিত হলেন ঐশ্বর্যা শ্রীধর। ভারতীয় মহিলা হিসাবে তিনিই প্রথম এই শিরোপাজয়ী। ঐশ্বর্যার এই কৃতিত্ব আসলেই  মাইলস্টোন।

এছাড়াও মহিলা ভারতীয় ফটোগ্রাফার দের মধ্যে যাদের নাম উঠে আসে তাদের মধ্যে অন্যতম হলেন পারমিতা চ্যাটার্জি যার ক্যামেরায় বেশিরভাগ ধরা পড়ে জাতীয়-আন্তর্জাতিক স্তরের ছবি | এছাড়াও রয়েছেন রিমা চৌধুরি, নিশাত ফাতিমা, সৌম্য খান্ডেলওয়াল প্রমূখ |

অনেক মহিলাই নিজের প্রতিষ্ঠিত করতে চোখ রাখছেন ক্যামেরায়। ক্যামেরা চলছে।