মেডিক্যালে ভর্তির NEET (UG) পরীক্ষা শুরু ১২ সেপ্টেম্বর

Published By: Madhyabanga News | Published On:

২০২১ সালের NEET (UG) পরীক্ষা শুরু হবে ১২ সেপ্টেম্বর থেকে। সোমবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান টুইট করে এই তথ্য জানান । কোভিড বিধি মেনে নেওয়া হবে পরীক্ষা।

 

মঙ্গলবার বিকেল ৫ টা থেকে ফর্ম ফিলাপ করে যাবে। ১ আগস্ট এই পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষা হলে পরীক্ষার্থীদের দেওয়া হবে ফেস মাস্ক। অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা  ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট NEET (UG) নিয়ে দুশ্চিন্তায় ছিলেন পরীক্ষার্থীরা।

See also  কোলেস্টেরল থেকে ব্লাড সুগারের সমস্যায় খান ধনেপাতা