এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

মেঘ দেখে মাঠে গেলেন, কিন্তু আর বাড়ি ফেরা হল না – নগরে বজ্রাঘাতে মৃত্যু যুবকের

Published on: April 26, 2023

নিজস্ব সংবাদদাতাঃ বুধবার বিকেলে মাঠের কাজ সেরে বাড়ি ফিরছিলেন এরমান সেখ। রাস্তাতেই শুরু হয় প্রচণ্ড ঝড় ও বজ্রপাত। রাস্তাতেই বজ্রাঘাত পৃষ্ঠ হন এরমান সেখ। নগর কুরাপাড়ার বছর ৩৫ এর যুবক এরমান সেখ বুধবার বিকেলে আকাশে মেঘ দেখে মাঠে যান। সাথে ছিলেন তিনজন বন্ধুও। ফেরার পথে রাস্তায় একটু পিছিয়ে পড়েছিলেন তিনি। তখনই বাজ পড়ে, বজ্রাঘাতে মাটিতে লুটিয়ে পড়েন এরমান। সেখানেই তাঁর মৃত্যু হয়। এরমান সেখের বাড়িতে রয়েছে , দুই নাবালিকা কন্যা ও স্ত্রী। মৃত এরমানই ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে সদস্য। তাঁর আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নগরের কুরাপাড়া এলাকায়।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now