এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

১৫৫ টি স্টল। শিল্পের পসড়া। বহরমপুরে শুরু খাদি মেলা

Published on: January 10, 2023

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ  মঙ্গলবার বহরমপুর ব্যারাক স্কোয়ারের মাঠে আজ সূচনা হয়ে গেল খাদি মেলার। খাদি মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা শাসক রাজর্ষি মিত্র, অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন নির্মাল্য ঘড়ামি, পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের চেয়ারম্যান কল্লোল খাঁ, বিদ্যুৎ প্রতিমন্ত্রী
আখরুজ্জামান, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি সামসুজোহা বিশ্বাস, মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা।

খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের চেয়ারম্যান কল্লোল খাঁ জানান, জেলার খাদি, সিল্ক নিয়ে ভাবনা রয়েছে সরকারের। মেলা করায় গ্রামীণ শিল্পীরা লাভবান হচ্ছেন। অন্য রাজ্য থেকেও স্টল এসেছে।

১৫৫ টি স্টল রয়েছে খাদি মেলায়। সপ্তম বর্ষে খাদিমেলা মুর্শিদাবাদ সহ ১২ টি জেলা ও পার্শবর্তী কিছু রাজ্য এ বছর অংশ গ্রহণ করেছে ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now