মুর্শিদাবাদ মেডিক্যালে করোনা আক্রান্ত ৯ চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও কর্মচারী মিলিয়ে আক্রান্ত আরও ১৪

Published By: Madhyabanga News | Published On:

কোভিডের ছোবল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। করোনা আক্রান্ত হয়েছেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের  ৯ জন চিকিৎসক ।  আক্রান্তদের রয়েছেন  একজন অ্যাসিস্ট্যান্ট সুপারও  । এছাড়াও   করোনা আক্রান্ত হয়েছেন  নার্স, স্বাস্থ্য কর্মী ও কর্মচারী মিলিয়ে আরও ১৪ জন।

আক্রান্ত স্বাস্থ্যকর্মী, চিকিৎসকদের মধ্যে  একজন চিকিৎসক ও দুজন নার্সকে ভর্তি করা হয়েছে বহরমপুর কোভিড হাসপাতালে। জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী মিলিয়ে ১৬ জন করোনা আক্রান্ত হয়েছেন।

জেলায় হাসপাতালে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা কোভিড আক্রান্ত হওয়ায় চিন্তা বেড়েছে স্বাস্থ্য প্রশাসনের। মুর্শিদাবাদ জেলার সিএমওএইচ  ডাঃ সন্দীপ সান্যাল ।  মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সন্দীপ সান্যাল জানান,  আক্রান্তের সংখ্যা বাড়লে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে যাতে মুশকিল না হয় সেক্ষেত্রে বিশেষ ভাবে নজর দেওয়া হয়। পরিস্থিতি পর্যবেক্ষণ করে জঙ্গিপুর, সাগরদীঘি, ডোমকল, কান্দি হাসপাতাল গুলিকেও তৈরি রাখা হচ্ছে।

বৃহস্পতিবারও জেলায় প্রায় ১৮০ জন করোনায় আক্রন্ত হয়েছেন। অধিকাংশ আক্রান্তই হোম আইসোলেশনে রয়েছেন।