মুর্শিদাবাদ মেডিক্যালে আধুনিক চিকিৎসাঃ শরীরের একাংশ অসার হয়ে গিয়েছিল, জীবন ফিরে পেলেন হৃদরোগে আক্রান্ত রোগী

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ আধুনিক চিকিৎসায় বহরমপুর প্রাণ ফিরল রোগীর। মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে বছর ৬৭ র বৃদ্ধকে আশঙ্কাজনক অবস্থায় বুধবার রাত এগারটার সময় ভর্তি করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি । শরীরের একাংশ অসার হয়ে যায় । ইমারজেন্সি বিভাগে ভর্তির পরেই সাময়িক পরীক্ষা-নিরীক্ষার পর হৃদরোগে আক্রান্ত রোগীর চিকিৎসায় ঝাঁপিয়ে পড়েন কর্তব্যরত চিকিৎসকেরা । এরপরেই থ্রম্বলাইসিস থেরাপির মাধ্যমে শুরু হয় অত্যাধুনিক চিকিৎসা । অবশেষে জীবনের ঝুঁকি কাটিয়ে ফের নতুন করে জীবন পেলেন রোগী। এখন উঠে বসতেও পারছেন।

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডা : ঔরঙ্গজেব জানান, রাত এগারটার সময় ওই রোগীকে এমারজেন্সিতে নিয়ে আসা হয়েছিল । আধ ঘন্টার মধ্যে সিটি স্ক্যান করা হয়। দেখা যায় স্ট্রোক হয়েছে রোগীর। আমরা থ্রম্বলাইসিস থেরাপিতে চিকিৎসা শুরু করি । এখন রোগী অনেকটাই সুস্থ আছেন।

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ডা : এ কে বেরা জানান, হৃদরোগে আক্রান্ত হলেও একটি গোল্ডেন পিরিয়ড থাকে। চার ঘন্টার মধ্যে যদি রোগীকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া যায় তাহলে সেই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেন চিকিৎসকেরা । আর এক ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে । স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মোতাবেক থ্রম্বলাইসিস থেরাপি শুরু হয়েছে যার মাধ্যমে মুমূর্ষ রোগীকেও মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে। ডা : এ কে বেরা বলেন, আমরা সকলকেই আবেদন জানাচ্ছি, এই রকম পরিস্থিতি হলে দ্রুত রোগীকে হাসপাতালে নিয়ে আসুন।