বহরমপুরে হাসপাতালে এসে এটিএম খুঁজে হয়রানির শিকার হন অনেকেই। এটিএম না থাকায় টাকা তুলতে সমস্যা হয় কলেজের ছাত্রছাত্রী, চিকিৎসকদেও। এবার সেই সমস্যা মেটাতেই মেডিক্যাল কলেজ চত্বরে চালু হচ্ছে ATM। করোনা পরিস্থিতিতে যেভাবে চিকিৎসক স্বাস্থ্য কর্মীরা কাজ করেছে তাদের সাধুবাদ জানাতে এবং মানবিকতার খাতিরে হাসপাতাল চত্বরে এটিএম পরিষেবা চালু হবে বলে জানান এইচডিএফসি ব্যাঙ্কের বহরমপুর ব্রাঞ্চের ম্যানেজার শুভঙ্কর ঘোষ।
১লা আগষ্ট থেকে শুরু হয়েছে মেডিকেল কলেজের প্রতিষ্ঠা দিবস উদযাপন নানান কর্মসূচি, বুধবার হয় সেমিনার। বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের নিয়ে নানা ধরনের সেমিনার করা হয়। সেই অনুষ্ঠানেই জানানো হয় চালু হবে এই এটিএম পরিষেবা।