মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে চালু হল আরবি, পিজি কোর্সে বরাদ্দ ৮০ সিট Murshidabad University Arabic

Published By: Madhyabanga News | Published On:

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে স্নাতকত্তোর  স্তরে আরবি পড়ানোর অনুমতি মিলল। শুক্রবার উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকায় জানানো হয়েছে, ২০২১-২০২২ শিক্ষাবর্ষেই স্নাতকোত্তর স্তরে আরবি বিষয়ে ভর্তি  চালু করা যাবে। এই কোর্সে ৮০ জন ছাত্রছাত্রী স্নাতকত্তোর  স্তরে আরবি বিষয়ে পড়াশোনা করতে পারবেন।

প্রাথমিকভাবে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে  Murshidabad University যে সকল বিষয় ভর্তির অনুমতি দেওয়া হয়েছিল তারমধ্যে আরবি ছিল না। এর পর থেকেই স্নাতকত্তোর  আরবি চালুর দাবি জানান আরবি পড়ুয়ারা।  মুর্শিদাবাদের ১৪ টি কলেজে আরবী থাকা সত্ত্বেও আরবী বিভাগ খোলা হল না কেন? এই প্রশ্ন নিয়ে একাধিকবার  মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখানো হয়।  শুক্রবারের সরকারি নির্দেশে হাসিফুটেছে আরবি পড়ুয়াদের মুখেও।