মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে আরবি চালুর আর্জি খলিলুরের

Published By: Madhyabanga News | Published On:

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে-Murshidabad University-  আরবি Arabic বিষয়ে স্নাতকোত্তর PG স্তরে পঠন পাঠন চালুর আর্জি জানালেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান Khalilur Rahaman MP Jangipur । এই বিষয়ে তিনি রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুকে Bratya Basu  চিঠি লিখেছেন। সোমবার  সেই চিঠি জমা পড়েছে শিক্ষামন্ত্রীর দপ্তরে।

জঙ্গিপুরের সাংসদএর অনুরোধ, সদ্য অনুমতি পাওয়া মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে আরবি বিষয়ে স্নাতকোত্তর স্তরে পঠন পাঠন চালু হোক। সাংসদ লিখেছেন, এই বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলির মধ্যে ১৫ টি কলেজে আরবি পড়ানো হয়। আটটি কলেজে আরবিতে অনার্স চালু আছে। এই বিষয়ে উচ্চশিক্ষার জন্য ছাত্রছাত্রীদের জেলার বাইরে যাওয়া ছাড়া কোন উপায় থাকেনা। এই কারণেই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে এমএ ক্লাসে  আরবি পড়ার সুযোগ থাকা  প্রয়োজন । সাংসদের দাবি, এতে উপকৃত হবে বীরভূম, মালদা, নদীয় ছাত্রছাত্রীরাও।

সম্প্রতি মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তির অনুমতি মিলেছে। ১৪ টি বিষয়ে স্নাতকোত্তর স্তরে ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারবেনা। বিষয়গুলি হলঃ বাংলা,পলিটিকাল সায়েন্স, ইতিহাস, দর্শন, সংস্কৃত, এডুকেশন, ইংরেজি, গণিত, আইন , ফিজিওলজি, সেরিকালচার, ফিজিক্স, বোটানি, ভূগোল। এর পর থেকেই আরবি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট স্তরে পড়াশোনা চালুর দাবি তোলেন অনেকে।