মুর্শিদাবাদ জেলায় এবছর সাড়ে তিন লাখ মেট্রিকটন ধান কেনার প্রস্তুতি শুরু করলো প্রশাসন

Published By: Madhyabanga News | Published On:

            প্রিয়ঙ্কা দেব বিশ্বাস : বহরমপুর ৯ই নভেম্বর মুর্শিদাবাদ জেলায় সাড়ে তিন লাখ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নিয়ে  ধান কেনার কাজ শুরু করলো প্রশাসন।  মুর্শিদাবাদ জেলায় ধান কেনা শুরুর আগে বৃহস্পতিবার সমবায় সমিতি, রাইস মিল অ্যাসোসিয়েশন ও সেল্প হেল্প গ্রুপের সদস্যদের নিয়ে বৈঠক করলেন জেলা শাসক পি উলগানাথন। সাড়ে তিন লাখ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নিয়ে ৬০ টি সমবায় সমিতি এবং ২০ টি সেল্প হেল্প গ্রুপ এর সহযোগিতায় এবছর ধান কেনা শুরু হবে বলে জানান জেলা শাসক। ১ লা নভেম্বর থেকেই ধান কেনা শুরু হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। বীরভূম, হুগলী, বর্ধমান জেলায় ইতিমধ্যেই ধান কেনা প্রক্রিয়া শুরু হয়েছে। মুর্শিদাবাদ জেলায় সাড়ে তিন লাখ মেট্রিক টন ধান কেনার টার্গেট পূরণ করতে তৎপর জেলা প্রশাসন। সমবায় ব্যাঙ্ক থেকে সেল্প হেল্প গ্রুপে ২লাখ টাকা পর্যন্ত লোন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সমবায় সমিতি, রাইস মিল অ্যাসোসিয়েশন ও সেল্প হেল্প গ্রুপের সদস্যদের নিয়ে বৈঠকে এমনটাই জানান জেলা শাসক পি উলগানাথন। তবে ১লা নভেম্বর থেকে শুরু হওয়ার কথা থাকলেও এখনো ধান কেনা শুরু না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তিনি।

   এদিনের বৈঠকে জেলা শাসক জানান, সমবায় সমিতির মাধ্যমে প্রথমে রেজিস্ট্রেশন করাতে হবে। তারপর নিয়ম অনুযায়ী ধাপে ধাপে এগোবে ধান ক্রয় প্রক্রিয়া। সমবায় সমিতি, রাইস মিল এর র সদস্য, আধিকারিকদের এই বিষয়ে দ্রুত কাজ করার নির্দেশ দেন তিনি। এছাড়াও জেলা শাসক জানান, মুর্শিদাবাদ জেলায় ২৫ টি সি পি সি চালু হয়েছে। এবছর সেল্প হেল্প গ্রুপের কর্মীরাও এই সুবিধা পাবে। ৬০ টি সমবায় সমিতি এবং ২০ টি সেল্প হেল্প গ্রুপ নিয়ে এবছর ধান কেনা শুরু করা হবে। গোডাউন এর সংখ্যা এবং ধান মজুত রাখার ক্ষমতা নিয়েও বিভিন্ন গোডাউন পরিদর্শন করা হবে বলেই জানান তিনি।