নিজস্ব প্রতিবেদনঃ মুর্শিদাবাদে আল কায়দা জঙ্গি যোগ- যা নিয়ে তোলপাড় গোটা রাজ্য, দেশ। বিন লাদেনের সংগঠন আল কায়দা, যে জঙ্গি সংগঠন টুইন টাওয়ার ধ্বংস করতে পারে, সে রকম একটি ভয়ঙ্কর সংগঠনের সাথে বাংলা এবং মুর্শিদাবাদের সম্পর্ক কিভাবে? কি কারনে আল কায়দা এদেরকেই টার্গেট করল? কিভাবে জঙ্গি সংগঠনের জাল ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায়? পশ্চিমবঙ্গ এবং মুর্শিদাবাদের সাথে আল কায়দার নাম জড়াচ্ছে, সংগঠন বেড়েই চলছে, কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে? কোথায় গলদ? যা নিয়ে মুর্শিদাবাদ জেলা রাজনৈতিক মহলেও কিন্তু চাপানউতোর শুরু হয়েছে। কংগ্রেসের কটাক্ষ, NIA র তৎপরতার মতোই রাজ্য সরকারের গোয়েন্দা বিভাগ যদি তৎপরতা দেখাত তাহলে মুর্শিদাবাদে এই ধরনের ঘটনা ঘটত না।
বিজেপির গলাতেও শাসক তৃনমূলের বিরুদ্ধে সমালোচনার সুর। ভোট ব্যাঙ্কের জন্যই এক শ্রেণীর সম্প্রদায়কে তোষণ চালাচ্ছে শাসক তৃনমূল, ইস্যুতে সুর চড়ালেন বিজেপি নেতা।
জঙ্গি কার্যকলাপ থামাতে হবে, আরও বেশি সতর্কতা জরুরি, অহেতুক রাজনীতি নিয়ে চাপানউতর বাঞ্ছনীয় নয়, দাবি তৃনমূল নেতার।