মুর্শিদাবাদের দুই যুবক শুভ্র ও রুপম । তাদের ইচ্ছা মুর্শিদাবাদ কে অন্য ভাবে বিশ্বের দরবারে তুলে ধরার । ওরা চায় মানুষ যেমন বিভিন্ন ধারার গান শোনে তেমনি র্যাপও (Rap Song) মানুষের কাছে পৌঁছে যাক । র্যাপ পাশ্চাত্য লোক সঙ্গিতের একটি ধারা । কিছু টুকরো কথা কে জুড়ে ছন্দের মাধ্যমে সমাজের বিভিন্নি স্তরের মানুষের কথা,বা বাক্তি অনুভুতি র্যাপের মাধমে তুলে ধরা হয় ।
সংস্কৃতির শহর মুর্শিদাবাদে নতুন করে হাওয়া আনছে এই দুই যুবক আর তাঁদের বন্ধুরা। সোমবার একঝাঁক তরুন মিলে র্যাপ গানের একটা সাইফার আয়জন করে স্কোয়ার ফিল্ডে । জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই মাঠে আসেন অনেক মানুষ । আসেন বিভিন্ন র্যাপ শিল্পীও । শিল্পীরা এবার থেকে প্রায়ই তারা এমন সাইফার আয়জন করবেন ।
র্যাপ নিয়ে মানুষের মধ্যে বাড়ছে উন্মাদনা । প্রতিবেশী দেশ বাংলাদেশেও এই র্যাপ নিয়ে বেশ উন্মাদনা দেখা যাচ্ছে । বাংলা র্যাপ নিয়ে আশাবাদী এই যুবকরা।