এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

মুর্শিদাবাদে BJP’র নতুন কমিটিতে কারা ? Murshidabad BJP New Committee

Published on: January 26, 2022

বিজেপি’র দক্ষিণ  মুর্শিদাবাদ জেলার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এক ঝাঁক নতুন নেতা দায়িত্ব পেয়েছেন নতুন কমিটিতে।  দায়িত্ব পেয়েছেন তরুণ নেতারাও। আগেই বিজেপি’র দক্ষিণ  মুর্শিদাবাদ জেলা কমিটির সভাপতি হিসেবে শাখারভ সরকারের নাম ঘোষিত হয়েছিল।

নতুন কমিটিতে ভাইস প্রসিডেন্ট হয়েছেনঃ বিশ্বজিত নিয়োগী, মলয় মহাজন, সুখেন বাগদী, দেবী মজুমদার, সুকান্ত রায়, মেহবুব আলম, প্রদ্যুত মন্ডল। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেনঃ লাল্টু দাশ, অনামিকা ঘোষ, প্রতাপ হালদার। সেক্রেটারির দায়িত্ব পেয়েছেনঃ আশিস ভাদুরী, পার্থ দাশ, অপূর্ব দাশ, অনুপম মন্ডল, সুজাতা হালদার, সুদীপ্ত ঘোষ, মেরী পান্ডে , নন্দিতা মন্ডল। কোষাধ্যক্ষ হয়েছেন শর্বাণী ভট্টাচার্য । নতুন কমিটিতে অফিস সেক্রেটারি হয়েছেন সুব্রত ঘোষ।

তবে কমিটিতে নাম নেই বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্রের।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now