এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

মুর্শিদাবাদে ৯ আসনে প্রার্থী কংগ্রেসের

Published on: March 14, 2021

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ ১৪ মার্চঃ রবিবার মুর্শিদাবাদের ৯ টি আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। আসুন দেখে নিই পার্থী তালিকাঃ

ফারাক্কাঃ মইনুল হক

সুতিঃ হুয়ামুন রেজা

লালগোলাঃ আবু হেনা

রানিনগরঃ ফিরোজা বেগম

বড়ঞাঃ শিলাদিত্য হালদার

কান্দীঃ সফিউল আলম খান ( বনু খাঁ)

ভরতপুরঃ কমলেশ চ্যাটার্জি

বেলডাঙ্গাঃ সেখ সফিউজ্জামান 

বহরমপুরঃ মনোজ চক্রবর্তী

একমাত্র বড়ঞা বিধানসভায় প্রার্থী পরিবর্তন করা হয়েছে। ২০১৬ সালে বিধানসভায় জেতা প্রতিমা রজক’কে এবার প্রার্থী করছে না কংগ্রেস। বাকি আসনগুলিতে প্রার্থী করা হচ্ছে বিদায়ী বিধায়কদেরই।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now