এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

মুর্শিদাবাদে ৫ আসনে প্রার্থী বামফ্রন্টের

Published on: March 10, 2021

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ ১০ মার্চঃ  মুর্শিদাবাদে নিজেদের বরাদ্দ ৬ আসনের মধ্যে ৫ আসনে প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট।ভগবানগোলায় প্রার্থী হচ্ছেন কামাল হোসেন। বর্তমান বিধায়ক মহসীন আলীর পরিবর্তে প্রার্থী করা হচ্ছে তাকে। ডোমকলে মোস্তাফিজুর রহমান। জলঙ্গী সাইফুল ইসলাম মোল্লা। তিনি জলঙ্গী পঞ্চায়েত সমিতির দীর্ঘদিনের সভাপতি ছিলেন।

৩ প্রার্থী

নবগ্রামে প্রার্থী হচ্ছে কৃপালীনি ঘোষ রাণো। তিনি মহিলা সমিতির নেত্রী। জঙ্গীপুরে আরএসপি’র প্রতীকে প্রার্থী হচ্ছেন প্রদীপ নন্দী।

নবগ্রাম ও জঙ্গিপুরে বাম প্রার্থী

বুধবার বিকেলে কলকাতায় মুজফফর আহমদ ভবনে ঘোষণা হয় প্রার্থী তালিকা। সামসেরগঞ্জে লড়ার কথা থাকলেও এদিন অবশ্য নাম ঘোষণা হয় নি প্রার্থীর।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now