মুর্শিদাবাদে হাজির করোনার ভ্যাকসিন

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ১৩ জানুয়ারিঃ দীর্ঘ ১১ মাসের অপেক্ষার অবসান হল আপাতত । মুর্শিদাবাদ জেলাতেও এসে পৌঁছল করোনার ভ্যাকসিন । বুধবার দুপুরে করোনার ভ্যাকসিনের বিশেষ ইন্সুলেশন ভ্যান এসে পৌছয় বহরমপুরে । ডিসট্রিক্ট রিজার্ভ স্টোরে বিশেষ ফ্রিজারে সরক্ষণ করার ব্যাবস্থা করা হয়েছে করোনার টিকা। প্রাথমিক পর্বে ৩৭৫০০ ডোজ এসেছে মুর্শিদাবাদ জেলায় ।এদিন মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত বিশ্বাস জানান নির্দেশিকা অনুযায়ী আগামী ১৬ তারিখ ২৬ টি ব্লকে ভ্যাক্সিনেশন হবে। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ এবং ব্লক মহকুমা হাসপাতাল গুলোতে দায়িত্ব প্রাপ্ত আধিকারিক যারা ভ্যাকসিন দেওয়ার কাজে যুক্ত থাকবেন তাদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে। পরবর্তীতে আরও ডোজ আসবে জেলায়, এবং স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মতোই ভ্যাকসিনেশনের কাজ এগোবে মুর্শিদাবাদে। করোনার ভ্যাকসিনেশন শুরু হলেও সাধারন মানুষকে সবরকম সতর্কতা মেনে চলার বার্তা দিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
পুনের সেরাম ইন্সটিটিউটের টিকা বিশেষ গাড়িতে করে পাঠানো হচ্ছে রাজ্যের বিভিন্ন জেলায়। বুধবার মুর্শিদাবাদ জেলাতেও এসে পৌঁছল করোনার ভ্যাকসিন। জেলায় ইতিমধ্যেই সফল ভাবে শেষ হয়েছে টিকাদানের মহড়া। এবার অপেক্ষা করোনার বিরুদ্ধে শেষ লড়াই শুরুর। আগামী ১৬ তারিখ থেকে জেলার সব কটি ব্লকেই টিকাকরণ হবে বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। স্বাস্থ্য ভবনের নির্দেশ মেনেই জেলায় এগোবে ভ্যাক্সিনেশনের সমস্ত প্রক্রিয়া।করোনা থেকে মুক্তি পেতে ভ্যাকসিনের অপেক্ষায় ছিলেন জেলাবাসীও , করোনার টিকা আসার খবরে মানুষের মধ্যেও কিন্তু কৌতূহল বাড়ছে, সাধারন মানুষের মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে কিছুটা হলেও মিলেছে স্বস্তি, করোনা ভ্যাকসিনেশন নিয়ে আশায় বুক বাঁধছেন সাধারণ মানুষ