মুর্শিদাবাদে স্কুলে নেই শিক্ষক । লাটে পড়াশোনা। হাল ফেরানোর দাবিতে বহরমপুরে সমাবেশ ABTA’র

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ শিক্ষক, শিক্ষিকার অভাবে ভুগছে মুর্শিদাবাদ জেলার বহু স্কুল। লাটে উঠেছে শিক্ষা। হাল ফেরানোর দাবী নিয়ে শনিবার বহরমপুরে সমাবেশ করবে    নিখিল বঙ্গ শিক্ষক সমিতি । বৃহস্পতিবার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাকক্ষে এই বিষয়েই সাংবাদিক সম্মেলন করেন ABTA নেতারা। এবিটিএ’র মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক দুলাল দত্ত জানান,   আগামী ১২ ও ১৩ ই নভেম্বর এবিটিএ’র জেলা সম্মেলন হবে । ১২  তারিখ প্রকাশ্য সমাবেশে  প্রধান বক্তা হিসেবে থাকবেন  সুজন চক্রবর্তী। সাথে বক্তব্য রাখবেন সুকুমার পাইন ও কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য্য । ১৩ তারিখ সকালে শোভাযাত্রা হবে। জাতীয় শিক্ষানীতি বিষয়ে  রবীন্দ্রসদনে আলোচনা করবেন  ছাত্রনেত্রী দীপ্সীতা ধর৷

ABTA জেলা শাখার সভাপতি জুলফিকার আলি বলেন, রাজ্যের বর্তমান শিক্ষা ব্যবস্থার চরম অবনতি হয়েছে।
স্কুল ও মাদ্রাসা তে শিক্ষকদের অভাব । স্কুলে নিয়মিত ক্লাস করানো ও পড়াশোনার করানোর পরিবেশ নেই।
মাদ্রাসার শিক্ষক নিয়োগ নেই, সুপ্রিম কোর্টের বলা সত্বেও। সিলেবাসের গুরুত্ব নেই। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা গুরুত্বহীন হয়েছে।
এবিটিএ নেতারা বলেন,  প্রধান শিক্ষকদের ওপর শিক্ষা বহির্ভূত চাপ দেওয়া হচ্ছে । শিক্ষক নিয়োগ দুর্নীতি হচ্ছে । দুর্নীতিগ্রস্থ দের শাস্তির দাবি জানান নেতারা।