মুর্শিদাবাদে সব বুথেই সিসিটিভি ক্যামেরা , রবিবার ভোট, বুধবার গণনা Murshidabad Municipal Election

Published By: Madhyabanga News | Published On:

২৭ শে ফেব্রুয়ারি মুর্শিদাবাদের ৭ টি পৌরসভায় ভোট। গণনা হবে ২ রা মার্চ।  শুক্রবার ভোট প্রচার পর্বের শেষ। এদিন বিকেলে বহরমপুরে সাংবাদিক বৈঠক করলেন অতিরিক্ত মুর্শিদাবাদ জেলা শাসক উন্নয়ন নির্মাল্য ঘরামি।  তিনি জানান, মুর্শিদাবাদ  জেলায় মোট ওয়ার্ড সংখ্যা ১৩৫ টি। পোলিং ষ্টেশন ৫৩২ টি। প্রতিটি পোলিং স্টেশনই সিসিটিভি ক্যামেরার নজরদারিতে থাকবে। সকাল ৭ টা থেকে বিকেল ৫ টা অবধি চলবে ভোট দান।

পৌরসভার ভোটে  মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ২৮ হাজার ৬২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লক্ষ ৮ হাজার ৭৩৬ জন এবং মহিলা ভোটার সংখ্যা ২ লক্ষ ১৯  হাজার  ৮৮১ জন, তৃতীয় লিঙ্গের ভোট দাতা ১২ জন।   চারটি সাব ডিভিশন রয়েছে, প্রতিটিতে একটি করে গণনা কেন্দ্র এবং ডিসিআরসি রয়েছে। প্রতিটি বুথে থাকবে সিসিটিভি।  করোনা বিধি মেনে ভোট পর্ব সম্পন্ন হবে।

২, ১২৮ জন ভোট কর্মী দায়িত্বে রয়েছেন,  রিজার্ভ থাকছেন ৩০% ভোট কর্মী। এছাড়া  ২ রা মার্চ গণনার দিন সর্বোচ্চ ৯ রাউন্ডে শেষ হবে গণনা।