মুর্শিদাবাদে শিল্পে নতুন উদ্যোগ, কর্মসংস্থানের সম্ভাবনা

Published By: Madhyabanga News | Published On:

একদিকে শিল্প অন্যদিকে কর্মসংস্থান এই দুই  লক্ষ্যে নতুন নতুন উদ্যোগের  পরিকল্পনা করছে  মুর্শিদাবাদ জেলা প্রশাসন । মুর্শিদাবাদ জেলায় শিল্প, কৃষি ক্ষেত্রে উন্নয়ন নিয়ে প্রশাসনিক বৈঠক হল শনিবার। এদিন বহরমপুরে প্রশাসনিক ভবনে দুই প্রতিমন্ত্রী সুব্রত সাহা এবং আখরুজ্জামান, মুর্শিদাবাদ জেলা শাসক শরদ কুমার দ্বিবেদীর উপস্থিতিতে বৈঠকে অংশ নেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ শাহানাজ বেগম, নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল, উপ কৃষি অধিকর্তা তাপস কুণ্ডু সহ সমস্ত ব্লকের কর্মাধ্যক্ষ, ফার্মারস ক্লাবের সদস্যরা।

শিল্প সম্ভাবনা, শিল্প উদ্যোগ, কর্মসংস্থানের ক্ষেত্রে ক্ষুদ্র, মাঝারি শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর, কৃষি বিপণন, মৎস্য দপ্তর,- বিভিন্ন দপ্তরের বিভিন্ন প্রকল্পকে কাজে লাগিয়ে কীভাবে সাধারন মানুষের সুবিধা হবে, কীভাবে এগিয়ে যাওয়া যায় তা নিয়ে আলোচনা হয়।

বৈঠকের মাধ্যমে উদ্যোগপতিদের এগিয়ে আসার বার্তা দেওয়া হয়। পাশাপাশি কৃষি ক্ষেত্রে অগ্রগতি, উন্নয়ন এছাড়াও কৃষি পরিকাঠামো তহবিল ও ক্ষুদ্র সেচ তহবিল নতুন দুটি প্রকল্প নিয়েও আলোচনা হয় এদিন। কৃষি অগ্রগতিতে নতুন নতুন ভাবনা কৃষি দপ্তরের, আলোচনায় ফলপ্রসূ, প্রতিক্রিয়া উপ কৃষি অধিকর্তার।