মুর্শিদাবাদে লক্ষ্মীর ভান্ডারে টাকা পেলেন ৯৫ হাজার মহিলা Murshidabad

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে  মুর্শিদাবাদ জেলার প্রায় ৯৫ হাজার  উপভোক্তার ব্যাংক একাউন্টে ঢুকল টাকা। বৃহস্পতিবার বহরমপুর রবীন্দ্রসদন এ উন্নয়নের পথে কর্মসূচির মঞ্চ থেকেই সরাসরি এই ঘোষনা হয়। এদিন উন্নয়নের পথে ১১ বছর কর্মসূচির সূচনা করলেন মুর্শিদাবাদ জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী, মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কে শবরী রাজকুমার, জঙ্গীপুর পুলিশ জেলার পুলিশ সুপার ড: ভোলানাথ পান্ডে, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি শামসুজ্জোহা বিশ্বাস।

৫ ই মে রাজ্যের শাসক সরকারের শপথ নেওয়ার ১১ বছর পূর্ণ হয়েছে। আর এদিন থেকেই রাজ্যের জেলায় জেলায় শুরু হয়েছে সেই বর্ষপূর্তির অনুষ্ঠান। যার শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘উন্নয়নের পথে ১১ বছর’ অনুষ্ঠানের শুভ সূচনা করেন তিনি। এই ১১ বছরে রাজ্য সরকার রাজ্যবাসীর উন্নয়নে যে আর্থসামাজিক প্রকল্পের সূচনা হয়েছে তাতে সামিল মুর্শিদাবাদ। অনুষ্ঠান মঞ্চ থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মহিলার হতে লক্ষ্মীর ভান্ডারের চেক তুলে দেওয়া হয় । ট্যাবলো যাত্রার সাথেই রবীন্দ্রসদন চত্বরে এদিন বিভিন্ন সরকারি প্রকল্পের ব্যানার সাজানো হয়।

আবেদনের বেশ কিছুদিন পর সুবিধা পাওয়ায় খুশি উপভোক্তারা।