মুর্শিদাবাদে মেধাচর্চার কেন্দ্র হবে নতুন বিশ্ববিদ্যালয় ? পিজি কোর্সের সূচনায় পথের খোঁজে শিক্ষাবিদরা Murshidabad University , Murshidabad

Published By: Madhyabanga News | Published On:

বেদান্ত চট্টোপাধ্যায়ঃ  মুর্শিদাবাদে মেধাচর্চার কেন্দ্র হবে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় Murshidabad University । কিন্তু কোন পথে ? সোমবার এই আলোচনায় উঠে এল বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক সূচনায়। ১৫ই নভেম্বর ২০২১ আনুষ্ঠানিক ভাবে পথ চলা শুরু হলো মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের | ১৬ই নভেম্বর থেকে শুরু হবে বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন | তার আগে এদিন মনীন্দ্রচন্দ্র পিজি ক্যাম্পাসে অনুষ্ঠিত হলে ‘উন্নয়ন শিক্ষা মিলন উৎসব’। এই অনুষ্ঠানকে   ‘ স্নাতকোত্তরস্তরে শিক্ষা সূচনা’ হিসেবেই দেখছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ, ছাত্রছাত্রীরা।

বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন ও ভবিষৎ পরিকল্পনা নিয়ে বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য VC Murshidabad University  সুজাতা বন্দোপাধ্যায় Sujata Banerjee জানান ‘এই মুহূর্তে ১৫টি বিষয়ে পঠন পাঠন শুরু হবে | ভবিষতে বিভিন্ন সার্টিফিকেট কোর্স চালু করা হবে’ |   তিনি আরও বলেন ‘মুর্শিদাবাদ জেলাকে লোক সংস্কৃতি, শিল্প সাহিত্যে কলায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন বিষয় এখানে পড়ানো হবে’ | বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে আরও জানা যায় নবাব পরিবারের শেষ সদস্যরা অনুরোধ জানিয়েছিলেন ঊর্দু Urdu  বিষয় চালু করার জন্য,তাঁরা সেই বিষয় নিয়েও ভাবছেন | পাশাপাশি সাঁওতাল গোষ্ঠীর মানুষ অলিচিকি Alchiki  ভাষা চালু করবার দাবি জানিয়েছেন বলে জানা যাচ্ছে | ভাষা – শিল্প – সংস্কৃতি নিয়ে বিশ্ববিদ্যালয় ভীষণ তৎপরতার সাথেই কাজ করছে বলে জানা যাচ্ছে |

নতুন বিশ্ববিদ্যালয়ের পথচলার প্রথম দিনই উঠে এসেছে কৃষ্ণনাথ কলেজ  প্রসঙ্গও। কৃষ্ণনাথ কলেজের  প্রাক্তন ছাত্র ,  লালগোলার বিধায়ক মহম্মদ আলি বলেন, ‘বিশ্ববিদ্যালয় চাইতে গিয়ে আমরা কৃষ্ণনাথ কলেজ কে হারিয়ে ফেলবো এটা কাম্য নয়, সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে কৃষ্ণনাথ কলেজ কেও বাঁচাতে পারবো’  |

 

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ আবু তাহের খান MP Abu Taher Khan  ও সাংসদ খলিলুর রহমান MP Khalilur Rahaman  | সাংসদদের পক্ষ থেকে জানানো হয় তাঁরা আর্থিক ভাবে বিশ্ববিদ্যালয় কে সহযোগিতা  করবেন |

অনুষ্ঠানের সূচনাতেই অধ্যাপক শক্তিনাথ ঝাঁ Shaktinath Jha  বিরসা মুন্ডা সম্পর্কে কিছু কথা বলেন | এর পাশাপাশি বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান করেন উপাচার্য সহ অন্যান্য অতিথি বৃন্দ | এদিন অনুষ্ঠানে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের থিম সং গাওয়া হয় | বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায় এই গানটি লিখেছেন স্বয়ং উপাচার্য সুজাতা বন্দোপাধ্যায় |এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার কৃষ্ণা নন্দী , কন্ট্রোলার বিপ্লব বন্দোপাধ্যায় সহ অন্যান্য অধ্যাপক – অধ্যাপিকারা  | এছাড়াও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন ) নির্মাল্য ঘড়ামি, মুর্শিদাবাদ মেডিকেল কলেজের প্রিন্সিপাল অমিত দান সহ জেলার অন্যান্য আধিকারিকরা | বিশ্ববিদ্যালয়ের পথ চলায় সকলেই পাশে থাকবেন বলে জানিয়েছেন। শিক্ষার সাথে জড়িত বিশিষ্টদের আশা, বিশ্ববিদ্যালয়ে পিজি কোর্সের পড়াশোনা শুরুর সাথেই নতুন ভাবনা, গবেষণার দরজাও খুলে যাবে।