মুর্শিদাবাদে ভুয়ো ‘সেন্ট্রাল ভিজিলেন্স অফিসার’, টাকা নিতে এসে হাতেনাতে আটক Fake Vigilance Officer

Published By: Madhyabanga News | Published On:

গ্রামীণ চিকিৎসকের  চেম্বারে হঠাৎ চড়াও তিনি। দাবি ‘সেন্ট্রালের লোক’, এসেছেন তদন্তে। গ্রামীণ  চিকিৎসকের নামে নাকি জমা পড়েছে ভুরিভুরি অভিযোগ। সেজন্য দিতে হবে টাকা।  টাকা না দিলে নেবেন  কড়া ব্যবস্থা। অভিযোগ, দাবি করেন পাঁচ লক্ষ টাকা।  সেই টাকা নিতে এসে দৌতলতাবাদে  হাতেনাতে আটক হলেন  প্রতারক।  ধরা  পড়ে ওই ব্যক্তির দাবি তিনি ‘সেন্ট্রাল এজেন্সি’তে কর্মরত।

এভাবেই মুর্শিদাবাদে এবার পুলিশের জালে ভুয়ো সেন্ট্রাল ভিজিলেন্স অফিসার।   অভিযোগ, ভিজিল্যান্স অফিসারের পরিচয় দিয়ে এক গ্রামীণ চিকিৎসকের কাছে ৫ লক্ষ টাকার দাবি করে হুমকি দেয় সেখ আরিফুল ।

পুলিশ সূত্রে জানা যায়,  গত কয়েকদিন আগে দৌলতাবাদ এলাকায় আসে উত্তর ২৪ পরগনার বাসিন্দা সেখ আরিফুল। সেখানে এসে গ্রামীণ চিকিৎসক আব্দুল রাসিদ সরকারের সাথে তার পরিচয় হয় এবং ওই ‘অফিসার’  ভুয়ো কাগজপত্র দেখিয়ে  ৫ লক্ষ টাকা দাবি করেন। সন্দেহ হওয়ায় আতঙ্কিত গ্রামীণ চিকিৎসক খবর দেন দৌলতাবাদ থানায়। এরপরেই হয় পর্দাফাঁস। মঙ্গলবার ভুয়ো অফিসার ঐ চিকিৎসকের কাছে টাকা নিতে এলে পুলিশ হাতেনাতে ধরে ফেলে।