মুর্শিদাবাদে ভুয়ো শিক্ষক তদন্তে DI অফিসে CID, বাজেয়াপ্ত নথি

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ  শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে আবারও বহরমপুরে ডিআই অফিসে এল  সিআইডি প্রতিনিধি দল। সোমবার দুর্নীতির তদন্তে সুতির গোঠা এ আর হাইস্কুলে গিয়েছিল সিআইডি দল। মঙ্গলবার দুপুরে বহরমপুরে ডিআই অফিসে আসে  চার সদস্যের সিআইডি দল। তারা বর্তমান ডিআই মাধ্যমিক আমর কুমার শীলের সাথে কথা বলেন আধিকারিকরা । সুতির গোঠা এ আর হাইস্কুলের প্রধান আশীষ তিওয়ারির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ডকুমেন্ট জালিয়াতি করে ছেলে অনিমেষ তিওয়ারিকে নিজের স্কুলেই শিক্ষকতার সুযোগ করে দিয়েছেন। সেই ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত। ১৯শে জানুয়ারি স্কুলের প্রধান শিক্ষকের নামে সুতি থানায় দায়ের হয়েছে এফআইআর। এফআইআর করা হয়েছে স্কুলের প্রধান শিক্ষক ও তাঁর ছেলের নামে। গত ২১শে জানুয়ারি এই দুর্নীতির তদন্তে বহরমপুরে ডিআই অফিসে এসেছিলেন এসএস সিআইডি, স্পেশাল ক্রাইম অনীশ সরকার। সেদিনই জিজ্ঞাসাদ করা হয় বর্তমান ডিআই ও প্রাক্তন ডিআই ও স্কুল পরিচালন সমিতির সভাপতিকেও। সোমবার সুতির ওই স্কুলে গিয়েও তল্লাশি চালিয়েছিল সিআইডি।

এদিনও  ডিআই এর সাথে কথা বলেন সিআইডি  আধিকারিকরা । সূত্রের খবর এদিন দুর্নীতি  তদন্তে ডিআই অফিসে বিভিন্ন ডকুমেন্ট খতিয়ে দেখে সিআইডি। বেশ কিছু নথি  বাজেয়াপ্ত করা হয়।