মুর্শিদাবাদে ভারী বর্ষণ , শিলা বৃষ্টির সম্ভাবনা , সতর্কবার্তা হাওয়া অফিসের

Published By: Madhyabanga News | Published On:

কথায় বলে মাঘের শীত বাঘের গায়।পৌষের বিদায় ও মাঘের আগমন, শীতের আমেজ হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে। মুর্শিদাবাদ জেলাতেও তাপমাত্রার পারদ ১০ ডিগ্রী থেকে বারো তেরোর মধ্যেই ঘোরা ফেরা করছে। শুক্রবারও মুর্শিদাবাদের তাপমাত্রার পারদ ছিল ১২ ডিগ্রী।সকালের দিকে কনকনে ঠান্ডা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রার ওঠা নামাও থাকছে।শীতের মাঝে আবার ভারী বৃষ্টির সতর্কতা।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর শুক্রবার থেকেই দুই ২৪ পরগনা, হাওড়া ও কলকাতায় ঝাঁপিয়ে বৃষ্টি আসবে। শুধু তাই নয় ২৩ ও ২৪ তারিখ বৃষ্টির পরিমান আরো বাড়তে পারে। নদীয়া বর্ধমান সহ কয়েকটি জেলার মধ্যে মুর্শিদাবাদ জেলাতেও শিলা বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে।পশ্চিমীঝঞ্জার কারনে মাঝারি থেকে ভারী বৃষ্টির জেরে শীতের কিছুটা ব্যাঘাত ঘটার সম্ভাবনাও রয়েছে।তবে ২৫ তারিখ থেকে আকাশ পরিষ্কার হতে পারে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

কিছুদিন আগে অসময়ের বৃষ্টিতে সর্ষে চাষে ক্ষতির মুখে পড়েছেন মুর্শিদাবাদের জলঙ্গি, সাগরপাড়া সহ সীমান্তবর্তী এলাকার চাষীরা। ফের শিলা বৃষ্টির পূর্বাভাস জেলায়, চাষবাসে সিঁদুরে মেঘ দেখছেন জেলার চাষীরা।