মুর্শিদাবাদে ভাঙন প্রতিরোধ নিয়ে বড়সড় ঘোষণা জেলা শাসকের

Published By: Madhyabanga News | Published On:

মুর্শিদাবাদে ভাঙন সমস্যা, গঙ্গা, পদ্মা ভাঙন নিয়ে বিধ্বস্ত নদী পারের মানুষ। নদীর জলস্তর কমার সাথে ফের নতুন করে ভাঙনের কবলে সামসেরগঞ্জ। ভাঙনের ভয়াবহতা ফরাক্কা থেকে জলঙ্গীতেও । বার বার ভাঙন প্রতিরোধের কাজ নিয়ে প্রশ্ন উঠেছে, প্রশ্ন উঠেছে ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নিয়েও। ভাঙন প্রতিরোধের কাজ নিয়ে অবশেষে মুর্শিদাবাদ জেলা প্রশাসন কাজ শুরু করতে চলেছে। যে বিষয়ে প্রতিক্রিয়া জানালেন মুর্শিদাবাদ জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ” রাজ্য সরকারকে সেচ দপ্তর একটা স্কিম পাঠিয়েছিল সেই স্কিম খুব সম্ভবত স্যাঙ্কশান হয়ে গিয়েছে। তারপরে টেন্ডার প্রক্রিয়া শেষ করে কাজ তাড়াতাড়ি শুরু করে দেবে। প্রায় ২৬ কোটি টাকার স্কিম। সেচ দপ্তরের সঙ্গে প্রাথমিক ভাবে আমরা কথা বলেছি ওনাদের তো ডিপার্টমেন্ট প্রসিডিওর থাকে, প্রসিডিওর কমপ্লিট হলে কাজটা শুরু হবে। আমরা গত বছরে যে ভাঙন দেখেছিলাম সেটা নিয়েই স্কিম টা তৈরি হয়েছে। জমি পাওয়ার ক্ষেত্রে আমরা আবার ভেরিফাই করে নেব। যারা পাওয়ার যোগ্য তাদের দেওয়ার ব্যবস্থা করব”।