মুর্শিদাবাদে বৃষ্টি মাথায় ঈদ , শান্ত হোক পৃথবী

Published By: Madhyabanga News | Published On:

রমজানের মাস শেষ করে আজ বৃষ্টি ভেজা ঈদ-উল-ফিতর।  রমজানের মাসের শেষে ঈদুল ফিতরের দিন পালনে একত্রিত হয়ে নামাজ আদায় করলেন মানুষ। ভাগ করে নিলেন উৎসবের খুশি।  সকাল থেকেই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয় বৃষ্টি।

বৃষ্টি মাথায় নিয়েই ঈদের খুশি সকলের সাথে ভাগ করে নিতে মসজিদে গিয়ে নামাজ পড়েন অনেকে। করোনা বিধির কারণে শেষ দুবছর ফিকে হয়েছিল ঈদের আনন্দ। বৃষ্টির কারণে এবারও জেলার অনেক জায়গায় ঈদগাহে ঈদের জামাত হয় নি। তবে ঈদের জামাত হয়েছে মসজিদ প্রাঙ্গনে।

খুদে থেকে প্রবীণ সকলে একসাথে ভাগ করে নিচ্ছেন ঈদের আনন্দ। যদিও বৃষ্টিতে কিছুটা মন খারাপ খুদেদের। তবে অনেকেই মনে করছেন এই কয়েকদিনে চলছে প্রচন্ড দাবদাহ।  এই বৃষ্টিতে শান্ত হবে পৃথিবী।