রিয়া সেন : বহরমপুর ১৫ই জানুয়ারী – শতাব্দী প্রাচীন বহরমপুর কৃষ্ণনাথ কলেজ রূপান্তরিত হোক বিশ্ববিদ্যালয়ে। এই দাবি নিয়েই সোমবার জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল ছাত্র পরিষদ। প্রয়োজনীয় পরিকাঠামো থাকা সত্ত্বেও কেন বিশ্ব বিদ্যালয় তৈরি হচ্ছেনা, ছাত্রদের এই কর্মসূচিতে প্রশ্ন তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি। মুর্শিদাবাদ জেলায় বিশ্ব বিদ্যালয়ের দাবীতে একাধিক বার সরব বিভিন্ন সংগঠন থেকে ছাত্র সমাজ। ঐতিহাসিক বহরমপুরে কৃষ্ণনাথ কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরিত করা হোক, এই দাবি নিয়ে সোমবার বহরমপুরে জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল মুর্শিদাবাদ জেলা ছাত্র পরিষদ। ছাত্র পরিষদের সদস্যরা এদিন মিছিল করে জেলা শাসকের অফিসের সামনে জমায়েত হয়। ছাত্র পরিষদের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরিও। ছাত্র পরিষদের প্রতিনিধিরা জেলা শাসকের প্রতিনিদির কাছে নিজেদের দাবি তুলে ধরেন। তিনি বিশ্ববিদ্যালয়ের এই দাবি উর্ধতন আধিকারিককে জানানোর আশ্বাস দিয়েছেন বলে জানালেন ছাত্র পরিষদের জেলা সভানেত্রী খাতুন রাকেশ রৌশন।
এই জেলার জন প্রতিনিধি হিসেবে ছাত্র পরিষদের এই উদ্যোগকে সাধুবাদ জানান অধীর চৌধুরী। ১৮৫৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর আজ ২০১৮ তে এসেও বিশ্ব বিদ্যালয়ে রূপান্তরিত হল না এই কলেজ। সরকারী ভাবে দ্রুত এই পদক্ষেপ গ্রহণ করা হোক দাবি তুললেন অধীর চৌধুরীও।