মুর্শিদাবাদে বিধবা ভাতা পেলেন ৪৫ , ৭২৪ জন ; চেক তুলে দিলেন ফিরহাদ

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ মুর্শিদাবাদ জেলায়  নতুন করে বিধবা ভাতা পেলেন ৪৫,৭২৪ জন ।  ২০২২- ২৩ অর্থবর্ষে রাজ্যে নতুন ৮ লক্ষ বিধবা ভাতা প্রাপকদের অন্তর্ভুক্তির ঘোষণা করেছে রাজ্য সরকার । সেই কর্মসূচীর অধীনে মুর্শিদাবাদ জেলার নতুন আবেদনকারীদের বিধবা ভাতা প্রদান কর্মসূচীর সূচনা হল শুক্রবার। সূচনা করলেন পৌর ও নগরোন্নয়ন, পরিবহন এবং আবাসন দপ্তর মন্ত্রী ফিরহাদ হাকিম।

শুক্রবার  বহরমপুর রবীন্দ্রসদনে নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের আয়োজনে অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন আবেদনকারীদের হাতে চেক তুলে দেন মন্ত্রী। চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই মন্ত্রী আখরুজ্জামান এবং সুব্রত সাহা, সাংসদ আবু তাহের খান এবং খলিলুর রহমান, মুর্শিদাবাদ জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী, মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কে শবরী রাজকুমার, প্রশাসনিক কর্তা ব্যক্তি, লোকাল লাইব্রেরী অথরিটির সদস্য শাওনি সিংহ রায় সহ বিধায়ক  ,পুরসভার চেয়ারম্যান ও জন প্রতিনিধিরা।

ফিরহাদ হাকিম  জানান, মুর্শিদাবাদ জেলায় নতুন করে ৪৫ , ৭২৪ জন বিধবা ভাতা পেলেন। জেলায় মোট বিধবা ভাতা পাচ্ছেন ১ লক্ষ ২ হাজার ১২৫ জন ।

এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিধবা ভাতার নতুন আবেদনকারীরা এসেছিলেন। মন্ত্রীর হাত থেকে চেক পেয়ে খুশি সকলেই।