মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ মাদক বিরোধী দিবসে বড়সড় সাফল্য পুলিশের। রানীনগরে সীমান্ত এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সহ একজনকে গ্রেপ্তার করল রানীনগর থানার পুলিশ। গোপন সুত্রে খবর পেয়ে শনিবার সন্ধ্যায় রানীনগরের সীমান্ত এলাকা রাজাপুর কুলখালি ব্রিজের উপর থেকে এক যুবককে আটক করে পুলিশ।
তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় দুহাজার ইয়াবা ট্যাবলেট বলে পুলিশ সুত্রে খবর। ধৃত মোজাম্মেল সেখ রানীনগরের রাজাপুর এলাকার বাসিন্দা। পুলিশের অনুমান এই ইয়াবা ট্যাবলেট গুলি বাংলাদেশে পাচারের ছক ছিল তার, রবিবার ধৃতকে ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন বহরমপুরে কোর্টে পাঠান হয়।
