এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

মুর্শিদাবাদে ফের সুব্রত সাহাতেই আস্থা রাজ্য তৃণমূল নেতৃত্বের

Published on: November 18, 2017

          অতনু দাস :কলকাতা  ১৭ ই নভেম্বর – মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের ফের জেলা সভাপতি হলেন সুব্রত সাহা।  সদ্য প্রয়াত জেলা সভাপতি মান্নান হোসেনের তিনি স্থলাভিষিক্ত হলেন। মান্নান হোসেনের মৃত্যুর পর কে হবেন জেলা সভাপতি সেই নিয়ে শুরু হয়েছিল নানান জল্পনা। তৃণমূল রাজ্য নেতৃত্বের কাছেও জেলা সভাপতি নিয়ে  পৌঁচেছিল নানান খবর। নতুন সভাপতি নিয়ে যে গোষ্ঠীকোন্দল শুরু হতে পারে এই আশঙ্কাও করছিলেন রাজ্য নেতৃত্ব। ফলে শুক্রবার তড়িঘরি রাজ্য নেতৃত্ব নতুন সভাপতির নাম চুড়ান্ত করলেন।   রাজ্যের পরিবহন মন্ত্রী মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস রাজ্য পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী তৃণমূল ভবনে এই ঘোষণা করেন। একই সাথে জেলা কমিটির কার্যকরী সভাপতি হিসেবে   মন্ত্রী জাকির হোসেন ও ডোমকল পৌরসভার চেয়ারম্যান সৌমিক হোসেন কে নিয়োগ করা হয়েছে। সভাপতি হিসেবে জেলার দ্বায়িত্ব পেয়ে সুব্রত সাহার প্রতিক্রিয়া দল আমায় যে দ্বায়িত্ব দিয়েছে তা যথাযথ ভাবে পালন করবো।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now