মুর্শিদাবাদে ফের কেন্দ্রীয় দল। ১০০ দিনের কাজে টাকা নয়-ছয়, বেনিয়মের অভিযোগ ।

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ মুর্শিদাবাদে একশো দিনের কাজে টাকা নয়ছয়, কাজে বেনিয়মের অভিযোগের তদন্তে ফের জেলায় আসছে কেন্দ্রীয় দল। তবে প্রশাসন সূত্রের খবর, গোটা জেলা নয়। শুধুমাত্র বেলডাঙ্গা ২ নম্বর ব্লকের একশো দিনের কাজের বিভিন্ন বিষয় নিয়ে তদন্ত করতে আসছে ওই দল। একাধিক অভিযোগ রয়েছে এই ব্লকে একশো দিনের কাজ নিয়ে। সেই তদন্তেই আসছেন ন্যাশনাল লেভেল মনিটরস-এর দুই সদস্যের প্রতিনিধি দল। শুক্রবারই জেলায় পৌঁছাবেন তারা। জেলা প্রশাসনের পক্ষ থেকে তলব করা হয়েছে বেলডাঙ্গা দুই ব্লকের বিডিও’কেও। একশো দিনের কাজের টাকা নিয়ে জমজমাট রাজনৈতিক তরজাও। রাজ্যে দুর্নীতির অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে কেন্দ্রের সরকার টাকা বন্ধ করে রেখেছে বলে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। এর মাঝেই মুর্শিদাবাদে একশো দিনের কাজের তদন্তে কেন্দ্রীয় দলের সফরের দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলেরও।