মুর্শিদাবাদে ফের উদ্ধার মাদক ট্যাবলেট ! জেলায় জাল ছড়াচ্ছে ইয়াবা পাচারকারীরা ?

Published By: Madhyabanga News | Published On:

বহরমপুরের পর এবার জঙ্গিপুরের সামসেরগঞ্জে উদ্ধার হল ইয়াবা ট্যাবলেট।  রবিবার সামসেরগঞ্জের নিউ হাউসনগরে অভিযান সামসেরগঞ্জ থানার পুলিশের। মর্তুজা সেখ নামের এক ব্যক্তির বাড়িতে লুকিয়ে রাখা নব্বই হাজার নিষিদ্ধ মাদক -ইয়াবা ট্যাবলেট । উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের আনুমানিক দাম চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা বলেই প্রাথমিক অনুমান পুলিশের। মাদক কারবারির সম্পত্তির খতিয়ান দেখে তা বাজেয়াপ্ত করার প্রক্রিয়াও শুরু করেছে পুলিশ। সোমবার জঙ্গীপুর পুলিশ জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী মাদক পাচার কাণ্ডে সাংবাদিক বৈঠক করে জানান, মনিপুর থেকে ইয়াবা ট্যাবলেট আনা হয়েছিল। কোথায় নিয়ে যাওয়া হয়, চক্রের জাল কতদূর ছড়িয়ে- সবটাই তদন্ত চলছে।

শনিবারও গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুর  রামেন্দ্রসুন্দর ত্রিবেদী সেতুর উপর এক যুবককে গ্রেপ্তার করে সিআইডি। তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে প্রায় ৭ হাজার  ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। ধৃতের নাম হাসিবুর শেখ ,সে জলঙ্গি থানার অন্তর্গত কীর্তনীয়া পাড়া এলাকার বাসিন্দা । সিআইডি সূত্রে জানা যায় শনিবার সন্ধ্যায় ব্রীজ এর উপর দিয়ে হেঁটে বহরমপুরে উদ্দেশ্য আসছিল। ইয়াবা ট্যাবলেটগুলি মণিপুর থেকে মালদা হয়ে মুর্শিদাবাদের উদ্দেশ্যে নিয়ে আসছিল। ধৃতকে রবিবার বহরমপুর আদালতে তোলা হয়।

একের পর এক ইয়াবা উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদে। প্রশ্ন উঠছে এতো পরিমাণ ইয়াবা ট্যাবলেট যাচ্ছে কোথায় ? মুর্শিদাবাদকে সেফ প্যাসেজ হিসেবে ব্যবহার করছে না তো পাচারকারীরা ? চিন্তায় পুলিশ প্রশাসনও।