মুর্শিদাবাদে প্রথম, রাজ্যে ষষ্ঠঃ চিকিৎসক হতে চায় অরঙ্গাবাদের প্রণিত , দিনে বারো ঘন্টা পড়াশোনা

Published By: Madhyabanga News | Published On:

মুর্শিদাবাদের গ্রাম থেকে উচ্চমাধ্যমিকের  মেধাতালিকায় জায়গা করে নিল অরঙ্গাবাদ হাইস্কুলের ছাত্র প্রণিত কুমার দাস   ।  রাজ্যের মেধাতালিকায়  ষষ্ঠ   হয়েছেন মুর্শিদাবাদের প্রণিত কুমার  দাস, অরঙ্গাবাদ হাইস্কুলের ছাত্র প্রণিত।    পেয়েছেন ৪৯৩  নম্বর , শতাংশের হিসেবে  ৯৮ শতাংশ নম্বর পেয়েছেন এই ছাত্র  । প্রণিতের বাবা প্রাণ কৃষ্ণ দাস । প্রণিতের বাবা ধূলিয়ানের কলেজের স্যাক্ট অধ্যাপক।

প্রণিত জানিয়েছে, এরপর মেডিক্যাল নিয়ে পড়াশোনা করতে চায় সে । ছোট থেকেই ইচ্ছে শিক্ষক হওয়ার। উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিও বেশ পরিশ্রম করেই নিয়েছে মেধাবী এই ছাত্র। প্রণিত জানিয়েছে, টিউশনের পাশে বাড়িতে নিজে পড়তাম। দিনে দশ থেকে বারো ঘন্টা পড়াশোনা করতাম।