মুর্শিদাবাদে তৃণমূল থেকে কংগ্রেসে যোগদান

Published By: Madhyabanga News | Published On:

পঞ্চায়েত নির্বাচনের আগে মুর্শিদাবাদ জেলায় ফের নিজেদের শক্তি বৃদ্ধি করল কংগ্রেস। শাসক দল থেকে কংগ্রেসে যোগদান করল দৌলতাবাদের ছয়ঘড়ি গ্রাম পঞ্চায়েতে এলাকা থেকে প্রায় ৮০ জন যুব তৃণমূল নেতা কর্মী। পাশাপাশি হরিহরপাড়া বিধানসভা থেকেও শতাধিক কর্মী সমর্থক কংগ্রেসে যোগদান করেন। বৃহস্পতিবার দুপুরে বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে তাঁরা তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেন।

এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, “যুব সম্প্রদায় আজ তৃণমূলের দুর্নীতি বুঝতে পেরে কংগ্রেসে এসেছে। আমরা তাঁদেরকে আমাদের দলে উষ্ণ অভ্যর্থনা জানাই।” পঞ্চায়েত ভোটের আগে দৌলতাবাদ থেকে যুবদের যোগদান ঘিরে উচ্ছ্বসিত কংগ্রেস শিবির। তৃণমূলে দুর্নীতির প্রতিবাদ জানাতেই তৃণমূল থেকে কংগ্রেসে যোগদান বলে দাবি যোগদানকারীদের।

সামনেই পঞ্চায়েত নির্বাচন তাঁর আগে কংগ্রেসে যোগদান দলকে যথেষ্ট শক্তিশালী করবে বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও এই যোগদানকে আমল দিতে নারাজ তৃণমূল শিবির।