মুর্শিদাবাদে তৃণমূল ছাত্র পরিষদের দায়িত্বে নতুন মুখ

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ, বহরমপুরঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান। সোমবার সন্ধ্যায় প্রকাশিত হল তৃণমূলের ছাত্র পরিষদের নয়া জেলা সভাপতি সহ-সভাপতির নামের তালিকা। আনা হয়েছে নতুন মুখ। মূল সংগঠনের মত মুর্শিদাবাদ জেলায় ছাত্র সংগঠনকে দু’ভাগ করে বহরমপুর ও জঙ্গিপুরে দুই ছাত্র নেতাকে দায়িত্ব দিয়েছে রাজ্য। এতদিন অখন্ড মুর্শিদাবাদে আট বছর তৃণমূলের ছাত্র সভাপতি ছিলেন ভীষ্মদেব কর্মকার। নয়া তালিকা অনুসারে তাঁকে রাজ্য কমিটিতে রাখা হয়েছে। তৃণমূল ছাত্র সংগঠনের রাজ্য কমিটির পনের জন সাধারণ সম্পাদকের একজন করা হয়েছে বহরমপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভীষ্মদেবকে। নতুন দায়িত্ব পেয়ে ভীষ্মদেব বলেন, “ পিছিয়ে পড়া এই মফস্বল শহর থেকে আমাকে রাজ্য সংগঠনে ঠাঁই দেওয়ায় রাজ্য নেতৃত্বকে ধন্যবাদ। এরফলে রাজ্য রাজনীতি করার যেমন সুযোগ পাবো তেমনি রাজ্য জুড়ে ছাত্র সংগঠনকেও মজবুত করার সুযোগ পাবো।” ভীষ্মদেবের জায়গায় বহরমপুর সংগঠনের জেলা সভাপতি করা হয়েছে নাজমুল মিঞা ওরফে সানসাইনকে। আর জঙ্গিপুর সংগঠনের জেলা সভাপতি করা হয়েছে স্নেহাশীষ চট্টোপাধ্যায়কে। দুই নয়া ছাত্র নেতা এদিন জানান, “ বিগত দিনের মত আগামী দিনেও জেলায় তৃণমূল ছাত্র সংগঠন একই রকম সক্রিয় থাকবে। আমাদের লক্ষ্য কলেজে কলেজে সংগঠনকে আরও বেশি শক্তিশালী করা।” সংগঠনের পদাধিকারীদের নয়া তালিকা অনুসারে বহরমপুর সংগঠনে অমিত সাহা ও শ্রুতি গুঁইকে যৌথভাবে জেলা সহ সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। জঙ্গিপুরে তৃণমূল ছাত্র পরিষদের নতুন জেলা সহ-সভাপতি হয়েছেন সোহেল আহমেদ। রাজ্যের পুরসভা নির্বাচনের আগে থেকে এই তালিকা প্রস্তুতি শুরু হয়েছিল ছাত্র পরিষদের অন্দরে। পরে একাধিকবার পদাধিকারীদের নাম সংশোধন করে এদিন নতুন তালিকা প্রকাশ করা হয়। প্রত্যাশামত পদাধিকারীদের নাম দেখে খুশি তৃণমূল ছাত্র পরিষদের একাংশ সমর্থক।