মুর্শিদাবাদে জঙ্গি কাণ্ডে মাদ্রাসার খোঁজ, মিলল রশিদ !

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদনঃ আল কায়দা জঙ্গি সন্দেহে ধৃত ডোমকলের নওদাপাড়ার বাসিন্দা আল মামুন কামালকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা এক মাদ্রাসার খোঁজ পাওয়া গেছে। যে মাদ্রাসার রশিদ ঘিরে উঠে আসছে একাধিক প্রশ্ন। রশিদে লেখা শিশু শিক্ষা মাদ্রাসার নাম, যার সম্পাদক আল মামুন কামাল। তদন্ত যত এগোচ্ছে একের পর এক তথ্য সামনে আসায় বাড়ছে উদ্বেগ। উদ্বেগ বাড়ছে আল মামুন কামালের পরিবারেও। গ্রামের মধ্যে মাটির এক চিলতে ছোট্ট ঘরেই গত এক বছর ধরে আরবি শেখানো হতো। একই সঙ্গে নামাজ পাঠের শিক্ষাদানও হতো বলে জানা যায়। তবে এটা সেভাবে কোন মাদ্রাসা বলে চিহ্নিত ছিল না। তাহলে কি ভাবে ছাপানো হল এই রশিদ? গ্রামের কেউ কেউ বলছেন এই রশিদ কেরলে পাঠানো হতো অর্থ সংগ্রহের জন্য।

সুদূর কেরলে যারা কাজ করতে গিয়েছেন সেখানে তারা এই রশিদ দেখেছেন। কিন্তু অর্থ সংগ্রহের পর কি হতো- তার স্পষ্ট ধারনা নেই কারও কাছেই।

পুরো বিষয়টি নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। একদিকে পরিবার চাইছ ঘরের ছেলে ঘরে ফিরুক। দিন মজুর পরিবারের ছেলে কোনভাবেই এই কাজের সাথে যুক্ত হতে পারে না বলেই দাবি আত্মীয়দের। সব নিয়েই যত যত বাঁধছে ধাধার ততই উৎকণ্ঠাও বাড়ছে পরিবারের।