এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

মুর্শিদাবাদে গড়ে উঠুক শিল্প, উৎসাহ প্রশাসনের

Published on: July 28, 2021

জেলায় শিল্প উন্নয়নের লক্ষে উদ্যোগী হল প্রশাসন।  মাঝারি, ছোট ও ক্ষুদ্র উদ্যোগপ্রতিদের নিয়ে জেলায় শিল্প উন্নয়নের লক্ষে বিশেষ সেমিনারের আয়োজন করা হল বহরমপুর রবীন্দ্রসদনে। মঙ্গলবার জেলা প্রশাসনের উদ্যোগে জেলায় যে সব মাঝারি, ছোট ও ক্ষুদ্র উদ্যোগপ্রতি রয়েছেন তাদের কিভাবে তাদের শিল্পস্থাপনে সহযোগিতা করা যায় এবং শিল্প করতে কি কি সরকারি সুযোগ সুবিধা রয়েছে তা নিয়ে সমন্বয় স্থাপনের লক্ষে এদিন বৈঠক করা হয়। এদিন অতিরিক্ত জেলা শাসক উউনয়ন জানান আমরা জেলায় মাঝারি, ছোট ও ক্ষুদ্র উদ্যোগপ্রতিদের কিভাবে শিল্পস্থাপনে সহযোগিতা করা যায় এবং কি কি ভাবে তারা সরকারি সুযোগ সুবিধা পেতে পারে তা বোঝান হয়।

অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন নির্মাল্য ঘরামি জানান, উৎসাহী উদ্যোগপতিদের পাশে আছে প্রশাসন। সমস্য তথ্য এদিন জানানো হয়।

মুর্শিদাবাদ জেলায় মাঝারি, ছোট ও ক্ষুদ্র উদ্যোগপ্রতিদের শিল্প স্থাপনে উৎসাহিত করতেই এই সেমিনারের আয়োজন করা হয়, পাশাপাশি এই সমস্ত উদ্যোগপ্রতিদের কাছ থেকেও তাদের কি অসুবিধা কি প্রয়োজন তাও এদিন আলোচনা করা হয়।  ডি আই সি জি এম  তন্ময় ব্রহ্ম জানান জেলায় একাধিক শিল্প উদ্যোগ চলছে। শিল্পে এগিয়ে আসছেন জেলার মানুষ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now