মুর্শিদাবাদে গোরু পাচার তদন্তে হোটেল যোগ ! ওমরপুরে ‘সোনার বাংলা’ সিল করে দিল সিআইডি

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ গোরু পাচারের ( Cow Smuggling) তদন্তে নেমে রঘুনাথগঞ্জ থানার (Raghunathganj) ‘সোনার বাংলা’ (Sonar Bangla) হোটেল সিল করে দিল সিআইডি (CID) । বৃহস্পতিবার রাতে রঘুনাথগঞ্জের ওমরপুর মোড়ে ওই হোটেলে অভিযান চালায় সিআইডি। জানা যায়, গরু পাচার কান্ডে ধৃত এনামুল হকের ঘনিষ্ট এই ব্যক্তি ওই হোটেল চালাতেন। এক ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চালানো হয় ।

সূত্রের খবর, তারপরই হোটেলটি সিল করে দেন সিআইডি আধিকারিকরা । সূত্রের দাবি, গোরু পাচারের সাথে গুরুতর যোগ রয়েছে ওই হোটেলের। ওমপুর মোড়ে ওই হোটেল থেকে গরু পাচার নিয়ন্ত্রণ করা হতো বলেই দাবি উঠে আসছে। রঘুনাথগঞ্জের ইছাখালি এলাকার বাসিন্দা আলম শেখের বাড়িতেও তদন্ত চালায় সিআইডি। সেখান থেকে বাজেয়াপ্ত করা হয় কম্পিউটারের হার্ড ডিস্ক।

See also  নয়া আইন বাতিলের দাবিতে ট্রাকচালকদের পাশে দাঁড়াল INTUC