মুর্শিদাবাদে খুনে ফাঁসির আদেশ

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ ২১ জানুয়ারিঃ মুর্শিদাবাদে হাজারদুয়ারীর কর্মী খুনে মামলায় ফাঁসির আদেশ শোনাল আদালত।
অস্থায়ী শ্রমিকের হাতে হাজারদুয়ারির এক কর্মচারীর খুনের ঘটনার ১৮ বছর পর সাজা ঘোষণা হয় । ঘটনায় মূল অভিযুক্ত সাজু সেখকে ফাঁসির সাজা দিলেন বহরমপুরের অ্যাডিশানাল ডিসট্রিক্ট অ্যান্ড সেশানস জজ ফোরথ কোর্টের বিচারক মহানন্দ দাস। বৃহস্পতিবার এই সাজা ঘোষণা হয়। জানা যায়, ২০০২ এর ৯ ই জুলাই- মুর্শিদাবাদের প্রধান পর্যটন কেন্দ্র হাজারদুয়ারিতে আরকিওলজিক্যাল সার্ভে অফ ইনডিয়া দপ্তরের করণিক প্রবীর কুমার সাহাকে তার দপ্তরে ঢুকে অস্থায়ী এক শ্রমিক হাসুয়া দিয়ে আঘাত করে। হাসপাতালে যাওয়ার পথেই মারা যান ঐ কর্মী। সাজু সেখকে আশ্রয় দিয়ে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রশ্রয় দেওয়ায় আলাউদ্দিন সেখ নামে আরেক ব্যক্তির ওপর ২১২ ধারায় মামলা রুজু হয়। সাজু সেখের বিরুদ্ধে ৩০২ ধারায় চার্জ গঠন হয়। শুরু হয় বিচার প্রক্রিয়া। ২০২১ এর জানুয়ারিতে এসে শেষ হল বিচার প্রক্রিয়া। ১৩ জনের সাক্ষ্য গ্রহণের পর এদিন সাজা ঘোষণা হল। আলাউদ্দিন সেখের পাঁচ বছরের জেল ঘোষণা হয়।